১। মারুফ অণুবীক্ষণ যন্ত্রে পুকুরের পানি পর্যবেক্ষণের সময় Cnidaria পর্বভূক্ত একটি নলাকার স্বচ্ছ প্রাণী দেখতে পেল । উক্ত প্রাণীটির দেহ ৩ টি প্রধান অংশে বিভক্ত । সে প্রাণীটির দেহের সম্মুখে একটি মোচাকৃতি অংশ দেখতে পেল।
ক.কর্ষিকা কী ? ১
খ .Hydra –র শ্রেণিবিন্যাস লিখ। ২
গ. উদ্দীপকে উল্লেখিত মোচাকৃতি বিশিষ্ট অংশটির গঠন বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির মধ্য অংশটি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর । ৪
২। উন্নত প্রাণীদের অভ্যন্তরীণ গঠন পড়ার সময় বিপ্লবের মনে পড়ল যে, Cnidaria পর্বভূক্ত একটি প্রাণীর দেহ দুই স্তর বিশিষ্ট । স্তর দুটির মাঝে আর একটি বিশেষ অকোষীয় স্তর আছে যা ঐ দুটি স্তরকে সংযুক্ত রাখে। প্রাণীটির দেহে কোন কলা সৃষ্টি না হলেও পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে।
ক. সিলেন্টেরণ কী ? ১
খ মেসোগ্লিয়া বলতে কী বোঝায় ? ২
গ. উদ্দীপকের বিশেষ স্তরটির কাজ ব্যাখ্যা কর । ৩
ঘ.উদ্দীপকের শেষ বাক্যের তাৎপর্য – বিশ্লেষণ কর । ৪
৩। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(ক) উপরোক্ত প্রাণীটির বৈজ্ঞানিক নাম লেখ। ১
(খ) এ প্রাণীটির বহিঃত্বক ও অন্তঃত্বকের মাঝখানে কী থাকে? তার বৈশিষ্ট্য লেখ। ২
(গ) এ প্রাণীটি যে কোষের মাধ্যমে আত্মরক্ষা, চলন ও খাদ্য গ্রহণ করে থাকে সেই কোষের বর্ণনা দাও। ৩
(ঘ) এ প্রাণীটির দেহগহ্বরকে পরিপাক সংবহন গহ্বর বলা হয় কেন? ব্যাখ্যা কর। ৪